দেশের ক্রীড়ার সবচেয়ে বড় উৎসব বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ১ এপ্রিল। চলবে ১০ এপ্রিল পর্যন্ত। কিন্তু করোনাভাইরাসের ভয়াবহতায় দেশব্যাপী লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামী সোমবার থেকে আপাতত এক সপ্তাহের লকডাউন। তাতে বাংলাদেশ গেমস চলবে কিনা সংশয় দেখা দিয়েছে। যদিও আয়োজক বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) জানিয়েছে, গেমস চলবে।
লকডাউনেও চলবে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস





বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা সাংবাদিকদের বলেছেন, ‘আপাতত গেমস চলবে। সরকার থেকে পরবর্তীতে কী নির্দেশনা আসে, সেটা আগে দেখতে হবে। তারপর আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবো।’
গেমসের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ মামুনের ব্যাখ্যা, ‘সরকারি প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত গেমস চলতেই থাকবে। প্রজ্ঞাপন জারি হওয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে গেমসের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। যেহেতু ৪ এপ্রিল পর্যন্ত অনেক ইভেন্টের ফাইনাল, তাই ওই সময় পর্যন্ত গেমস চলবে।’