করোনার কারণে স্থগিত করা হলো আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ। ২০২১ সালের ডিসেম্বরে বাংলাদেশে আয়োজিত হওয়ার কথা ছিল এই আসরটি। সদ্য সমাপ্ত আইসিসি ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
করোনা পরিস্থিতির অবনতি: স্থগিত হলো অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ





নতুন সূচি অনুসারে, ২০২৩ সালের জানুয়ারিতে হবে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের প্রথম আসর। যদিও চলতি বছরের জানুয়ারিতে মাঠে গড়ানোর কথা ছিল এই আসরটির। কিন্তু করোনা পরিস্থিতির কারণে ১১ মাস পিছিয়ে তা পুনর্সূচি করা হয় ডিসেম্বরে।
বিশ্বজুড়ে এখনও তাণ্ডব ছড়াচ্ছে ক্ষুদ্র এই অণুজীবটি। তাইতো এবার এই আসরটি স্থগিত করল আইসিসি। কোভিড-১৯-এর কারণে অনেক দেশই যথাযথভাবে প্রস্তুতি নিতে পারছে না। এ ছাড়া জুন-জুলাইয়ে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ২০২২ বিশ্বকাপ বাছাইপর্ব পিছিয়ে গেছে ডিসেম্বর পর্যন্ত।
এদিকে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে আইসিসি।