র্যাবের মহাপরিচালক ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) পুলিশের নতুন আইজিপি ও সিআইডি প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে র্যাবের মহাপরিচালক নিযুক্ত করেছে সরকার। আজ দুপুরে গনভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংক্রান্ত সারসংক্ষেপ অনুমোদন দেন।
ড. বেনজীর আহমেদ পুলিশের নতুন আইজিপি ও মামুন ডিজি র্যাব নিযুক্ত





স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, গতকাল মন্ত্রীসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশের আইজিপির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন আইজিপি নিয়োগের জন্য দ্রুত সার সারসংক্ষেপ পাঠাতে মন্ত্রী ও সচিবকে নির্দেশনা দেন। এরপর গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীন, অতি. সচিব মুঃ মোহসিন চৌধুরী, যুগ্মসচিব (পুলিশ-১) ড. মোঃ হারুন-অর-রশিদ বিশ্বাস, উপসচিব (পুলিশ-১) ধনঞ্জয় কুমার দাসকে নিয়ে এক বৈঠকে সারসংক্ষেপ তৈরী করেন।
আজ দুপুরের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব (পুলিশ-১) ধনঞ্জয় কুমার দাস গনভবনে প্রধানমন্ত্রীর মূখ্য সচিবের কাছে সারসংক্ষেপ পৌঁছে দেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সারসংক্ষেপ অনুমোদন করেন।
উল্লেখ্য, আগামী ১৩ এপ্রিল বর্তমান আইজি জাবেদ পাটোয়ারীর মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তার স্থলে র্যাবের মহাপরিচালক ড. বেনজীর আহমেদকে পুলিশের ৩০ তম আইজিপি হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।